রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় ‘আপন কফি হাউজ’ নামের একটি কফিশপের সামনে মারধরের শিকার সেই তরুণীর খোঁজ মিলেছে। মেয়েটির বাড়ি চাঁদপুরে। তার বাবা বাসচালক, মেয়েটিকে মানসিক ভারসামহীন বলে মনে করছে পুলিশ। তাই মেয়েটির নাম পরিচয় উল্লেখ করা হলো না।
Advertisement
গত ১১ এপ্রিল মারধরের ওই ঘটনা গত ১৪ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর কফিশপের দুজনকে হেফাজতে নেয় পুলিশ। পরে কফিশপের দুজনকে গ্রেফতার দেখিয়ে পরদিন আদালতে পাঠায় পুলিশ।
প্রথমে ভুক্তভোগী তরুণীর খোঁজ না মেলায় ১৪ এপ্রিল রাতে পুলিশ বাদী হয়ে মামলা নথিভুক্ত করে রামপুরা থানা পুলিশ। সেই মামলায় কফিশপের ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান ডিএমপির মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের সহকারি পুলিশ কমিশনার আল আমিন।
তিনি বলেন, গতরাতে ভুক্তভোগী সেই তরুণীর খোঁজ পেয়েছি। ভুক্তভোগী তরুণী পরিবারের সঙ্গে খিলগাঁওয়ে থাকেন।
Advertisement
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ভুক্তভোগী তরুণীর খোঁজ পাওয়া গেছে। পরিবারসহ রাতে ওই ভুক্তভোগী তরুণীকে থানায় ডেকে নেওয়া হয়। পরিবারের সামনেই ঘটনা সম্পর্কে তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ ঘটনা সম্পর্কে জবানবন্দির জন্য ভুক্তভোগীকে আদালতে পাঠানো হয়।
ছড়িয়ে পড়া ফেসবুক ভিডিওতে দেখা যায়, তরুণী সেদিন কফিশপের প্রবেশপথের সামনে যান। তখন ওই দোকানের দুইজন কর্মচারী ভেতর থেকে বেরিয়ে আসেন। এরপর কোনো কিছু না বলে তরুণীকে মারধর শুরু করেন একজন। পরে তরুণী দৌড়ে ঘটনাস্থল থেকে চলে যান।
টিটি/এমআইএইচএস/জিকেএস
Advertisement