দেশজুড়ে

দেশে ফিরলেন আরাকান আর্মির হাতে আটক ৫৫ জেলে

দেশে ফিরলেন আরাকান আর্মির হাতে আটক ৫৫ জেলে

মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশি ৫৫ জেলে দেশে ফিরেছেন। বুধবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে তারা দেশে ফিরে আসেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

বিজিবি সূত্র জানায়, বিভিন্ন সময় সাগরে মাছ ধরতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে আরাকান আর্মির হাতে আটক হন ৫৫ জন বাংলাদেশি জেলে। ধারণা করা হয়, মাছ ধরার সময় ভুলবশত তারা মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন। পরে নৌকাসহ তাদের আটক করে নিয়ে যায় আরাকান আর্মি।

লে. কর্নেল আশিকুর রহমান বলেন, আটক জেলেদের ফিরিয়ে আনতে বিজিবির হস্তক্ষেপ কামনা করা হলে টেকনাফ ব্যাটালিয়নের পক্ষ থেকে আরাকান আর্মির সঙ্গে কার্যকরী যোগাযোগ স্থাপন করা হয়। দীর্ঘ মধ্যস্থতার পর বুধবার আটক জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। দেশে ফিরিয়ে আনা জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Advertisement

জাহাঙ্গীর আলম/এসআর/জেআইএম