ফর্টিস এফসির বিপক্ষে মোহামেডানের ড্রয়ে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনার সুযোগ তৈরি হয়েছিল আবাহনীর। আকাশি-নীলরা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। শনিবার ময়মনসিংহে তারা গোলশূন্য ড্র করেছে পুলিশ এফসির বিপক্ষে। আবাহনীর এই ড্রয়ে আরো সুবিধা হয়েছে মোহামেডানের। ১৪ ম্যাচ শেষে শীর্ষে থাকা মোহামেডানের সাথে আবাহনীর পার্থক্য ৭ পয়েন্ট। তিনে থাকা কিংসের সাথে মোহামেডানের পার্থক্য ১০ পয়েন্ট।
Advertisement
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের তিন বড় ম্যাচ মোহামেডান-কিংস, মোহামেডান-আবাহনী এবং আবাহনী-কিংস শেষ হওয়ার পরই লিগ শিরোপা জয়ের সম্ভাবায় অনেক এগিয়ে যায় সাদাকালোরা। চার ম্যাচ হাতে থাকা মোহামেডানের পয়েন্ট ৩৫। আর দুই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা যাবে মতিঝিলের ঐতিহ্যবাহী ক্লাবটির ঘরে।
প্রথম পর্বে পুলিশ এফসিকে ২-০ গোলে হারিয়েছিল আবাহনী। দ্বিতীয় পর্বে এসে আর গোল আদায় করতে পারেনি। বসুন্ধরা কিংস লড়াই থেকে পেছনে পরে যাওয়ার পর আবাহনীই ছিল মোহামেডানের প্রধান প্রতিদ্বন্দ্বী। শিরোপা লড়াইয়ে থেকেই এগিয়ে চলছিল ধানমন্ডির ক্লাবটি। তবে দুই বড় ম্যাচে তারা সুবিধা করতে পারেনি। মোহামেডানের বিপক্ষে ড্র করে পরের ম্যাচেই হেরে যায় কিংসের কাছে। শনিবার পুলিশের সাথে ড্র করলে সর্বশেষ তিন ম্যাচে হারিয়ে বসে ৭ পয়েন্ট।
মোহামেডানের চার ম্যাচ থেকে দরকার ৬ পয়েন্ট। আবাহনী পয়েন্ট হারালে লক্ষ্য আরো সহজ হয়ে যাবে মোহামেডানের। আবাহনী বাকি ম্যাচগুলো জিতলেও লাভ হবে না যদি মোহামেডান চার ম্যাচের দুটি জিতে যায়। কাগজ-কলমে কিংস শিরোপার লড়াই থেকে ছিটকে না গেলেও বাস্তবে তাদের ফিরে আসা কঠিন। তাদের সম্ভাবনা শূন্য হয়ে যাবে মোহামেডান এক ম্যাচ জিতলেই।
Advertisement
আরআই/আইএইচএস/