খেলাধুলা

বিফলে নাসুমের লড়াকু ফিফটি, নিউজিল্যান্ডের কাছে হার বাংলাদেশের

বিফলে নাসুমের লড়াকু ফিফটি, নিউজিল্যান্ডের কাছে হার বাংলাদেশের

বল হাতে থাকা অবস্থাতেই নাসুম আহমেদের কাছে বেশি প্রত্যাশা থাকে বাংলাদেশের ক্রিকেটভক্তদের। কিন্তু আজ শনিবার ভক্তদের তিনি চমক দেখিয়েছেন ব্যাট হাতে। করে ফেলেছিলেন স্বীকৃত ওয়ানডে ফরম্যাটে ক্যারিয়ারে প্রথম ফিফটি। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাঁহাতি এই ব্যাটার খেলেছেন ৯৭ বলে ৬৭ রানের লড়াকু ইনিংস।

Advertisement

তবে নাসুমের ইনিংসটি বাংলাদেশের কোনো কাজে আসেনি। তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল।

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। প্রত্যাশা ছিল শেষ ম্যাচ জিতে কিউইদের ধবলধোলাই করার। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি বাংলাদেশের। ২-১ ব্যবধানে হেরে সিরিজ শেষ করেছে নিউজিল্যান্ড।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪৭.৪ ওভারে ২২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৪ উইকেট আর ১০ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

Advertisement

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশ। ১৬ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার নাইম শেখ (৪) আর এনামুল হক বিজয় (২)। ২৫ বলে ৩১ রানের ঝড় তুলে ইনিংস বড় করতে পারেননি সাইফ হাসান। আফিফ হোসেন করেন ১।

৫৪ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে হাল ধরেন ইয়াসির আলী। একটা প্রান্ত ধরে খেলতে থাকেন। এর মধ্যে নুরুল হাসান সোহান (১২), মোসাদ্দেক হোসেনরা (৪) ফিরে যান। ৬৫ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৬৩ রান করে আউট হন ইয়াসির।

১৪৬ রানে ৭ উইকেট হারিয়ে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। সেখান থেকে আট নম্বর ব্যাটার নাসুমের বীরত্ব। বাকি বোলারদের নিয়ে ৪৮তম ওভার পর্যন্ত লড়াই চালিয়ে যান নাসুম। শেষ ব্যাটার হিসেবে তিনিই আউট হন। ৯৭ বল খেলে ৯ বাউন্ডারি আর ১ ছক্কায় ৬৭ রান করেন নাসুম।

জবাবে উদ্বোধনী জুটিতেই ৭৭ রান তোলে নিউজিল্যান্ড। ওপেনার রায়াস মারিউ ৩৩ বলে সমান ৩৩ রানে আউট হলে জুটি ভাঙে। এরপর উইকেট হারানোর পাশাপাশি রানও তুলতে থাকে কিউইরা। এক পর্যায়ে ১৬৬ রানে ৫ উইকেট হারায় সফরকারীরা। সাজঘরে ফেরা প্রত্যেকে ব্যাটারই দুই অংকে পৌঁছান।

Advertisement

ষষ্ঠ উইকেটে ৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি করে দল জিতিয়ে মাঠ ছাড়েন ডিন ফক্সক্রফট ও জাকারি ফোকেস। ফক্সক্রফট ৪৩ বলে ৩৬ আর ফোকেস ৪২ বলে ২৮ রানে অপরাজিত থাকেন।

বল হাতে নিউজিল্যান্ডের আদিত্য অশোক ৪৪ রানে শিকার করেন ৩টি উইকেট। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেন এবাদত হোসেন, মোসাদ্দেক হোসেন ও নাইম হাসান।

এমএইচ/