দিনাজপুরে বোনের বাসা থেকে গ্রেফতার গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবিরকে গাইবান্ধা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Advertisement
এসময় সাবেক এই সংসদ সদস্য তার হ্যান্ডকাফ খুলে দেওয়ার অনুরোধ জানান।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার সময় দিনাজপুর পুলিশ সুপার তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাবেক এমপিকে গাইবান্ধা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
ব্রিফিংয়ে পুলিশ সুপারকে উদ্দেশ্য করে সাবেক এমপি সারওয়ার কবির বলেন, ‘ছোট ভাই, আমার একটা ব্যক্তিগত প্রত্যাশা আছে। আপনারা দেখেছেন, মিডিয়াও দেখেছে যে আমাদের মাননীয় সংসদ সদস্য বা এখানে আরও যারা আদারস মাননীয় মন্ত্রীরা বন্দি থাকা অবস্থায় যখন আদালতে তোলা হতো তখন প্রথম প্রথম তাদেরকে হ্যান্ডকাফ লাগানো হয়েছে, পরে আর লাগানো হয়নি। আমরাতো চোর-ডাকাত নই, আমরা তো পার্লামেন্ট সদস্য, আমাদেরকে কেন হ্যান্ডকাফ লাগাবেন? আমার হ্যান্ডকাফটা খুলে দিলে কী হয়? সম্মানিত করলে সম্মান পাওয়া যায়।’
Advertisement
দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, মঙ্গলবার সকাল থেকে বুধবার ভোর পর্যন্ত দিনাজপুরের পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানে সাবেক এমপি শাহ সারওয়ার কবিরসহ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ৭১ জনকে গ্রেফতার করা হয়। সাবেক এমপি শাহ সারওয়ার কবিরের বিরুদ্ধে গাইবান্ধা থানায় দুটি মামলা রয়েছে। দিনাজপুরে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে গাইবান্ধা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হলো। গাইবান্ধা পুলিশ একটি প্রিজনভ্যানে করে তাকে নিয়ে গাইবান্ধার উদ্দেশে রওনা দিয়েছে।
এর আগে মঙ্গলবার (১৫এপ্রিল) রাত ৯টা ১০ মিনিটে সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবিরকে দিনাজপুর শহরের ঈদগাহ বস্তি এলাকায় তার বোনের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। সেখানে তিনি আত্মগোপনে ছিলেন।
শাহ সারওয়ার কবির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
এমদাদুল হক মিলন/এফএ/এমএস
Advertisement