সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই গ্রুপের কথা কাটাকাটির জেরে তুষার আহমদ চৌধুরী (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে নগরীর শাহী ঈদগাহ ভ্যালি সিটি আবাসিক এলাকা সংলগ্ন দলদলি চা বাগান এলাকায় এই ঘটনা ঘটে।
Advertisement
এদিকে হত্যাকাণ্ডের দুই ঘণ্টার মাথায় জাবেদ আহমদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে নগরীর আম্বরখানা বড়বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে মধ্যরাতে যুবককে আটকের পর পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
নিহত তুষার আহমদ চৌধুরী নগরীর রায়নগর বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরী ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ছিলেন। তিনি আত্মগোপনে থাকা সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিধান কুমার সাহার গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে।
Advertisement
স্থানীয় সূত্র জানায়, দলদলি চা বাগান এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের কথা কাটাকাটির জেরে তুষারকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এসময় চা বাগানের শ্রমিকরা বাঁচাও, বাঁচাও চিৎকার শুনে এসে রক্তাক্ত অবস্থায় তুষারকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠান। সেখানে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তুষার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর রাত ১২টার দিকে অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।
আহমেদ জামিল/এমএন/এমএস
Advertisement