শিক্ষা

এসএসসির দ্বিতীয় দিনে বহিষ্কারের ছড়াছড়ি, কারিগরিতে বেশি

এসএসসির দ্বিতীয় দিনে বহিষ্কারের ছড়াছড়ি, কারিগরিতে বেশি

এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে সারাদেশে অসদুপায় অবলম্বন ও তাতে সহযোগিতার দায়ে পরীক্ষার্থী ও পরিদর্শকসহ ১০১ জন বহিষ্কার হয়েছেন। তাদের মধ্যে ৮৩ জন পরীক্ষার্থী এবং ১৮ জন পরিদর্শক।

Advertisement

বেশি বহিষ্কৃত হয়েছে কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিলের গণিত-২ বিষয়ের পরীক্ষায়। এছাড়া দ্বিতীয় দিনে অনুপস্থিত ছিলেন ২৮ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন এসএসসিতে ইংরেজি প্রথমপত্র, দাখিলে আরবি দ্বিতীয়পত্র এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে গণিত-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় দিনে এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১৭ লাখ ৫৭ হাজার ৩৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ১৭ লাখ ২৪ হাজার ৯৩ জন। বাকি ২৮ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত।

ইংরেজি প্রথমপত্রে বহিষ্কার ৩১

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসির ইংরেজি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দেশের দুই হাজার ২৯১টি কেন্দ্রে। নকল করায় এ পরীক্ষায় ৩১ জন পরীক্ষার্থী বহিষ্কার।

বহিষ্কারদের মধ্যে ঢাকা বোর্ডের ৯ জন, রাজশাহী বোর্ডের ১ জন, কুমিল্লা বোর্ডের ৩ জন, চট্টগ্রাম বোর্ডের ১ জন, বরিশাল বোর্ডের ৪ জন, দিনাজপুর বোর্ডের ৫ জন ও ময়মনসিংহ বোর্ডের ৮ জন।

Advertisement

আরবি দ্বিতীয়পত্রে বহিষ্কার ১৯

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের আরবি দ্বিতীয়পত্র পরীক্ষায় ১৬ জন পরীক্ষার্থী ও ৩ জন পরিদর্শকসহ মোট ১৯ জন বহিষ্কার হয়েছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য বলছে, ৭২৫টি কেন্দ্রে ২ লাখ ৫৮ হাজার ৩৭৯ জন পরীক্ষার্থী আরবি দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ২ লাখ ৪৭ হাজার ৮৮৯ জন। ১০ হাজার ৪৯০ জন অনুপস্থিত ছিলেন। বহিষ্কৃত হয়েছেন ১৬ জন পরীক্ষার্থী ও ৩ জন পরিদর্শক।

ভোকেশনালের গণিত-২ পরীক্ষায় বহিষ্কার ৫১

এসএসসি ও দাখিল ভোকেশনালের দ্বিতীয় দিনে গণিত-২ পরীক্ষায় ৩৬ জন পরীক্ষার্থী ও ১৫ জন পরিদর্শকসহ মোট ৫১ জন বহিষ্কৃত হয়েছেন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬৯৯টি কেন্দ্রে এদিন এসএসসি ও ভোকেশনালের গণিত-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এসব কেন্দ্রে ১ লাখ ৩৭ হাজার ৬৪ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষায় বসেছেন ১ লাখ ৩৪ হাজার ২৩৯ জন। ২ হাজার ৮২৫ জন অনুপস্থিত ছিলেন এবং ৩৬ জন পরীক্ষার্থী ও ১৫ জন পরিদর্শক বহিষ্কার হয়েছেন।

এবার এসএসসি পরীক্ষায় নকলের প্রবণতা বাড়ছে কি না, এমন প্রশ্নে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জাগো নিউজকে বলেন, ইংরেজি ও গণিতের মতো বিষয়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। তারপরও যেখানেই কেউ অসদুপায় অবলম্বনের চেষ্টা করেছে; কেউ সহযোগিতা করেছে; সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হচ্ছে, শাস্তি দিচ্ছি আমরা।

তিনি বলেন, ঘটনাগুলো আরও গভীরভাবে খতিয়ে দেখা হবে। প্রয়োজনে আগামীতে যেসব কেন্দ্রে এমন ঘটনা ঘটছে, সেসব স্কুলে কেন্দ্র বাতিল করা হবে। বাকি পরীক্ষাগুলোতেও কঠোর নজরদারি থাকবে, কেউ নকল করলে ছাড় পাবে না।

এএএইচ/এমএইচআর/এমএস