খেলাধুলা

রিশাদকে দলে নিয়েই ব্যাটিংয়ে লাহোর

রিশাদকে দলে নিয়েই ব্যাটিংয়ে লাহোর

চলতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের প্রথম ম্যাচে খেলার সুযোগ পাননি বাংলাদেশি রিশাদ হোসেন। দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই চমকে দিয়েছেন সবাইকে। দুর্দান্ত পারফরম্যান্স করে বাদ পড়ার সব কারণকে অকার্যকর করে দিয়েছেন বাঁহাতি লেগস্পিনার। কুয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ৩১ রানে শিকার করেছেন ৩ উইকেট।

Advertisement

প্রথম ম্যাচের পারফরম্যান্স দেখে রিশাদকে একাদশের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ধরে নিয়েছে লাহোর। যে কারণে আজ মঙ্গলবার করাচি কিংসের বিপক্ষেও স্পিন অলরাউন্ডারকে দলে রেখেছে শাহিন শাহ আফ্রিদির দল।

করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিং নিয়েছে লাহোর। তাদের স্কোয়াডে আছে এক পরিবর্তন। জাহানদাদ খানের জায়গায় দলে এসেছেন জামান খান।

লাহোর কালান্দার্স একাদশফখর জামান, মোহাম্মদ নাঈম, আবদুল্লাহ শফিক, ড্যারিল মিচেল, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), রিশাদ হোসেন, হারিস রউফ, আসিফ আফ্রিদি, জামান খান।

Advertisement

করাচি কিংস একাদশডেভিড ওয়ার্নার (অধিনায়ক), টিম সেইফার্ট (উইকেটরক্ষক), জেমস ভিন্স, শান মাসুদ, ইরফান খান নিয়াজি, খুশদিল শাহ, আরাফাত মিনহাস, আব্বাস আফ্রিদি, অ্যাডাম মিলনে, হাসান আলী, ফাওয়াদ আলি।

এমএইচ/এমএস