গোলাম মোর্তোজা নামের একজন ছাত্রনেতাকে অপহরণ ও গুমের মামলায় (মিস কেস) র্যাবের সাবেক কর্মকর্তা মোহাম্মদ সোহায়েলকে আসামি করা হয়েছে। তাকে এ মামলায় আগামী ১৮ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েল।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৫ এপ্রিল) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
আদালতে আজ ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম ও আব্দুল্লাহ আল নোমান। এ সময় অন্য প্রসিকিউটররা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
Advertisement
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদ সোহায়েলকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এবং তাকে গ্রেফতার করা হয়। সোহায়েল একসময় র্যাবে কর্মরত ছিলেন।
এফএইচ/এমএএইচ/এমএস