বিনোদন

শাহরুখ-আল্লুদের চেয়েও বেশি পারিশ্রমিক পাওয়া কে এই পরিচালক

শাহরুখ-আল্লুদের চেয়েও বেশি পারিশ্রমিক পাওয়া কে এই পরিচালক

নিশ্চিতভাবেই বলিউডের শাহরুখ খান, সালমান খান কিংবা দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনদের মতো তারকাদের পারিশ্রমিক আকাশ ছোঁয়া। অনেক সময় তারা ছবির লভ্যাংশও নিয়ে থাকেন। তবে ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতে তাদের চেয়েও বেশি পারিশ্রমিক নেন একজন পরিচালক। অবাক লাগলেও এটাই সত্যি।

Advertisement

তিনি আর কেউ নন, ‘বাহুবলি’ এবং ‘আরআরআর’ খ্যাত এস.এস. রাজামৌলি। এই জনপ্রিয় পরিচালক প্রতি সিনেমার জন্য প্রায় ২০০ কোটি টাকা আয় করেন।

শুধু পরিচালনার পারিশ্রমিক নয়, সিনেমার লাভের অংশীদারিত্ব, রাইটস বিক্রির বোনাসসহ বিভিন্ন উপায়ে তার আয়ের অঙ্ক বিশাল।

সাধারণত শাহরুখ খান, সালমান খান কিংবা আল্লু অর্জুনের মত সুপারস্টাররা প্রতি সিনেমায় গড়ে ১৫০ থেকে ১৮০ কোটি টাকা আয় করেন। সেখানে রাজামৌলি তাদেরও ছাড়িয়ে গেছেন। এক রিপোর্ট অনুযায়ী, ‘বাহুবলি’ ফ্র্যাঞ্চাইজির বিপুল সাফল্যের কারণে এই বিশাল অঙ্কের পারিশ্রমিক পেয়ে থাকেন রাজামৌলি।

Advertisement

বর্তমানে তিনি তার নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত। এর নাম আপাতত রাখা হয়েছে SSMB29। এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন মহেশ বাবু। এটি একটি গ্লোব-ট্রটিং জঙ্গল অ্যাডভেঞ্চার ঘরানার ছবি। সেখানে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং পৃথ্বীরাজ সুকুমারানকেও দেখা যাবে। ছবিটির একটি বিশাল অ্যাকশন দৃশ্যে কাজ করবেন প্রায় ৩ হাজার সদস্য।

২০২৬ সালের মধ্যে শুটিং শেষ করে ২০২৭ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই বিশাল অঙ্কের আয় ও আন্তর্জাতিক মানের প্রজেক্ট নিয়ে এস.এস. রাজামৌলি নিঃসন্দেহে বর্তমানে ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম সবচেয়ে সফল এবং দামি নির্মাতা।

এলআইএ/এএসএম

Advertisement