পেটে টিউমারে আক্রান্ত ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেছেন কুমিল্লার দাউদকান্দির চক্রতলা গ্রামের রিপন মিয়া। তার ৫ বছরের ছেলে ইয়াসিন আরাফাত টিউমারে আক্রান্ত। বর্তমানে ইয়াসিন ঢাকায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।
Advertisement
ইয়াসিনের পরিবারের সদস্যরা জানান, গত ফেব্রুয়ারিতে ইয়াসিনের পেটে টিউমার ধরা পড়ে। প্রথমে কুমিল্লার দাউদকান্দিতে প্রাথমিক চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার অবনতি হলে গত ২০ এপ্রিল বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগের চিকিৎসককে দেখান। চিকিৎসক আরিফা শিশু ইয়াসিনের বেশ কিছু পরীক্ষা করান। তার টিউমার অপারেশনসহ আনুষাঙ্গিক চিকিৎসার জন্য প্রায় এক লাখ টাকা খরচ হবে। কিন্তু দরিদ্র বাবা রিপন মিয়ার সেই অর্থ নেই। কয়েক বছর আগে রিপন মিয়া সড়ক দুর্ঘটনায় দুই পা হারান। এখন তিনি অটোরিকশা চালিয় পরিবারের খরচ বহন করছেন। এমন অবস্থায় তিনি দেশের বিত্তবান ও দাতা সংস্থার নিকট সহায়তার আবেদন জানিয়েছেন।
শিশু ইয়াসিন আরাফাতের বাবা রিপন মিয়া বলেন, সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছি। এখন সন্তানের চিকিৎসার খরচ বহন করতে পারছি না। অথচ প্রতিদিনই ছেলের পেট ফুলে যাচ্ছে। চিকিৎসক বলছেন, দ্রুত সময়ের মধ্যে ছেলের চিকিৎসা করাতে। তাই সহায়তা চাইছেন তিনি।
সহযোগিতার জন্য যোগাযোগ-রিপন মিয়া। বিকাশ নম্বর-০১৮২৯১৮০৭০৮।
Advertisement
এমএমএ/এসএনআর/জেআইএম