প্রথম ম্যাচে একাদশে সুযোগই পাননি বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ওই ম্যাচে লাহোর কালান্দার্স হেরেছিলো ৮ উইকেটের বিশাল ব্যবধানে। লাহোরের করা ১৩৯ রান টপকাতে ১৭.৪ ওভার খেললেও ইসলামাবাদকে উইকেট হারাতে হয়নি খুব বেশি, মাত্র দুটি। অর্থ্যাৎ তাদের সামনে চ্যালেঞ্জ তৈরি করার মত বোলার কেউ ছিলেন না লাহোর একাদশে।
Advertisement
দ্বিতীয় ম্যাচে এসে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে সুযোগ পেয়েছেন রিশাদ। রোববার রাতে অনুষ্ঠিত পিএসএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোয়েটাকে লাহোর কালান্দার্স হারিয়েছে ৭৯ রানের বড় ব্যবধানে।
এই জয়ে দারুণ অবদান ছিল রিশাদের। সুযোগ কাজে লাগিয়ে তিনি নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে ৩১ রান দিলেও তার বোলিংই ছিল সেরা। ২টি করে উইকেট নিয়েছেন তিনজন। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, আসিফ আফ্রিদি ও সিকান্দার রাজা।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করেছিলে লাহোর কালান্দার্স। ৩৯ বলে ৬৭ রান করেন ওপেনার ফাখর জামান। এছাড়া ১৯ বলে ৫০ রানে অপরাজিত থাকেন স্যাম বিলিংস। ৩৭ রান করে সংগ্রহ করেন ২ জন। আবদুল্লাহ শফিক ও ড্যারিল মিচেল।
Advertisement
জবাব দিতে নেমে ১৬.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে যায় সউদ শাকিলের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। সর্বোচ্চ ৪৪ রান করেন রাইলি রুশো। রিশাদের বলে বোল্ড হন তিনি। এছাড়া মোহাম্মদ আমিরকেও বোল্ড করেন। উইকেট নেন আবরার আহমেদেরও। ম্যাচ সেরা হন ফাখর জামান।
আইএইএস/