দেশজুড়ে

এক ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু

এক ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু

এক ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Advertisement

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী কমিউটার ট্র্রেনটি যশোর রেলওয়ে জংশনে প্রবেশের মুখে লাইনচ্যুত হয়। এরপর বগি বিচ্ছিন্ন করে এক ঘণ্টা পর স্বাভাবিক করা হয় রেল যোগাযোগ।

বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, সোমবার সকালে বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বেতনা কমিউটার ট্রেনটির শেষ বগি যশোর রেলওয়ে জংশনে প্রবেশের মুখে লাইনচ্যুত হয়। ফলে যশোরের সঙ্গে সব রুটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

যশোর রেলওয়ে জংশন সূত্র জানিয়েছে, বেতনা এক্সপ্রেস ট্রেনটি জংশনের প্রবেশমুখে লাইনচ্যুত হয়। এর শেষ বগিটি লাইন থেকে পড়ে যাওয়ায় সেটিকে বিচ্ছিন্ন করে বাকি বগি নিয়ে ট্রেনটি বেলা সাড়ে ১১টার দিকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে লাইনচ্যুত বগিটি রেললাইনে রয়েছে। এরপর রেলওয়ে জংশনের দ্বিতীয় ও তৃতীয় লাইন চালু করে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়।

Advertisement

দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এক ঘণ্টা রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েন।

মিলন রহমান/জেডএইচ/জিকেএস