কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে ৯০ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
Advertisement
শনিবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোয়াইক্যং খারাংগ্যাঘোনা এলাকা থেকে তাদের আটক করা হয়।
উখিয়া (৬৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, উখিয়া সীমান্ত দিয়ে মাদক পাচার হচ্ছে মর্মে সংবাদ পাওয়া যায়। এসময় হোয়াইক্যং খারাংগ্যাঘোনা এলাকায় অভিযান চালিয়ে নয়টি প্যাকেটে ৯০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জাহাঙ্গীর আলম/আরএইচ/জেআইএম
Advertisement