দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয়। এর আগে দুপুর ২টা থেকে কেন্দ্রে প্রবেশ শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তল্লাশির মাধ্যমে হলে প্রবেশ করানো হয়।
Advertisement
জানা যায়, বাকৃবিসহ সারাদেশে একযোগে নয়টি কেন্দ্র ও ১৩টি উপকেন্দ্রের ওই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবারের ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ১২ হাজার ৬৬৫ জন পরীক্ষা দিবেন।
সার্বিক বিষয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভুঁইয়া বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রয়েছে। আশা করি সফলভাবে ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করতে পারব।
তিনি আরও বলেন, আগামী বছর হয়তো আমরা কৃষি গুচ্ছে থাকবো না। তবে যদি আগামী বছরও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় বাকৃবিকে নেতৃত্ব দেওয়া হয় তবে থাকার চিন্তা করবো। এ বছর সরকারের অনুরোধে এবং দেশের বাস্তবতা চিন্তা করে শুধুমাত্র আমরা কৃষি গুচ্ছে রয়েছি।
Advertisement
আরএইচ/এমএআই কিউ/জেআইএম