দেশজুড়ে

জীবননগরে অবৈধ ড্রিংকস বিক্রি, জরিমানা ৫০ হাজার

জীবননগরে অবৈধ ড্রিংকস বিক্রি, জরিমানা ৫০ হাজার

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধ ড্রিংকস বিক্রির অভিযোগে ‘রত্না সুপার ড্রিংকস’ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Advertisement

শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মো. ইস্রাফিল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ১৮ কার্টুনে থাকা চার হাজার ৩২০ পিস অবৈধ ড্রিংকস ধ্বংস করা হয়। একইসঙ্গে ব্যবসায়ীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করে ড্রিংকস উৎপাদন ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

Advertisement

অভিযানে সহায়তা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. গোলাম ফারুক, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম এবং জেলা পুলিশের একটি টিম।

হুসাইন মালিক/এএইচ/জিকেএস