রাজনীতি

মার্চ ফর গাজা কর্মসূচিতে বিএনপির প্রতিনিধিদল

মার্চ ফর গাজা কর্মসূচিতে বিএনপির প্রতিনিধিদল

মার্চ ফর গাজা কর্মসূচিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করেছেন। শনিবার (১২ এপ্রিল) দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

Advertisement

বিএনপির এই প্রতিনিধিদলে অন্যদের মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

আরও পড়ুনজনস্রোত পেরিয়ে স্টেজে আহমাদুল্লাহ-আজহারী-হাসনাতফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান

এর আগে বেলা আড়াইটা থেকে জনতার ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। প্রবেশ করে হাজার হাজার মানুষ।

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে বিকেল ৩টায় রাজধানী ঢাকায় শুরু হয় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। এতে সাধারণ জনতার পাশাপাশি অংশ নেবেন দেশবরেণ্য আলেম-উলামা ও রাজনৈতিক নেতারা।

Advertisement

কেএইচ/এমআইএইচএস/জেআইএম