জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানে জায়গা না পেয়ে রমনায় শত শত মানুষ

সোহরাওয়ার্দী উদ্যানে জায়গা না পেয়ে রমনায় শত শত মানুষ

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। এরইমধ্যে কানায় কানায় ভরে গেছে সোহরাওয়ার্দী উদ্যান।

Advertisement

উদ্যানের প্রবেশদ্বারগুলো দিয়ে স্রোতের মতো প্রবেশ করছে মানুষ। এদিকে কর্মসূচিতে আসা অসংখ্য মানুষ উদ্যানে ঢুকতে না পেরে পাশের রমনা পার্কে অবস্থান নিচ্ছেন। সেখানেও তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

উদ্যানে প্রবেশ করা জহিরুল ইসলাম জানান, উদ্যানের গেট দিয়ে শত শত মানুষ একসঙ্গে প্রবেশ করছেন। সেখান দিয়ে ঢুকতে পারছি না। অনেকে দেয়াল পেরিয়ে মাঠে ঢুকছেন, সেটাও পারি না। তাছাড়া মাঠে আর জায়গাও নেই।

ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে দায়িত্বরত স্বেচ্ছাসেবক মাহমুদ বলেন, মাঠে মনে হয় না আর জায়গা হবে। ধুলাবালির সমস্যা মারাত্মক আকার ধারণ করছে। অনেকেই রমনায় যাচ্ছেন।

Advertisement

আরএএস/এএমএ/জিকেএস