রাজনীতি

সোহরাওয়ার্দী অভিমুখে জামায়াতের মিছিল শুরু

সোহরাওয়ার্দী অভিমুখে জামায়াতের মিছিল শুরু

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’এর ব্যানারে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির সমর্থনে জামায়াতের ঢাকা মহানগরের দুই বিভাগ আলাদাভাবে সোহরাওয়ার্দী অভিমুখে মিছিল শুরু করেছে।

Advertisement

শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণের মিছিল শুরু হয়। মিছিল পূর্ব সমাবেশে নেতারা বক্তব্য দেন।

আরও পড়ুন

লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘পাগলা চাচা শেখ হাসিনা কোথায়’

অন্যদিকে রাজধানীর বাংলামোটর এলাকার রূপায়ণ টাওয়ারের সামনে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের বিক্ষোভ শুরু হয়েছে। কিছুক্ষণ পর সেখান থেকে সোহরাওয়ার্দী অভিমুখে যাত্রা করবে তারা। এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

Advertisement

এএএম/এমআরএম/এমএস