পাপুয়া নিউ গিনির নিউ আয়ারল্যান্ড প্রদেশের উপকূলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১২ এপ্রিল) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে।
Advertisement
কোকোপো শহর থেকে প্রায় ১১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৭২ কিলোমিটার (৪৪ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
কোকোপো বিচ বাংলো রিসোর্টের অভ্যর্থনাকারী ইমোঙ্ক অ্যাবেলিস বলেন, ভূমিকম্পটি প্রায় এক মিনিট স্থায়ী হয়েছিল। কিন্তু এলাকার আশেপাশে কোনো ক্ষতি হয়নি।
পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প প্রায়শই ঘটে। কারণ দেশটির অবস্থান রিং অব ফায়ারে।
Advertisement
এর আগে স্থানীয় সময় শনিবার (৫ এপ্রিল) সকালে পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন আইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯।
ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্প আঘাত হানার পর পরই সুনামি সতর্কতা জারি করা হয়। তবে পরবর্তীতে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে।
এর কেন্দ্রস্থল ছিল নিকটতম প্রধান শহর কিম্বে থেকে প্রায় ১৯৪ কিলোমিটার (১২০ মাইল) দক্ষিণ-পূর্বে।
সূত্র: এএফপি
Advertisement
এমএসএম