রাওয়ালপিন্ডিতে শুক্রবার শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ বা পিএসএলের জমজমাট আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড। যদিও রিশাদকে এই ম্যচে একাদশে রাখেনি লাহোর।
Advertisement
তবে লো স্কোরিং ম্যাচে ইসলামাদের কাছে হারলো লাহোর কালান্দার্স। লাহোরের দলটিকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে পিএসএলে শুভ সূচনা করেছে ইসলামাবাদ ইউনাইটেড।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৩৯ রানে অলআউট হয় লাহোর কালান্দার্স। জবাব দিতে নেমে ১৭.৪ ওভারে (১৪ বল হাতে রেখে) ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইসলামাবাদ।
মূলত জেসন হোল্ডারের বোলিং তোপের মুখেই এভাবে হারতে হলো লাহোরকে। ৪ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ম্যাচ সেরাও হলেন ক্যারিবীয় এ ক্রিকেটার। এছাড়া শাদাব খানও ঘূর্ণি মায়া তৈরি করে শিকার করেন ৩ উইকেট।
Advertisement
টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে লাহোর। তিন নম্বরে নামা আবদুল্লাহ শফিক ছাড়া কেউ দাঁড়াতেই পারেনি। ৩৮ বলে ৬৬ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে সিকান্দার রাজার ব্যাট থেকে। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১৩৯ রান তুলেই অলআউট হয়ে যায় লাহোর।
জবাব দিতে নেমে দ্রুত ওপেনার আন্দ্রিস গউসের উইকেট হারালেও খুব বেশি ভুগতে হয়নি ইসলামাবাদকে। আরেক ওপেনার সাহিবজাদা ফারহান আউট হন ২৫ রান করে। বাকি কাজ সেরে দেন কলিন মুনরো এবং সালমান আলি আগা। মুনরো অপরাজিত থাকেন ৪২ বলে ৫৯ রানে এবং আগা সালমান অপরাজিত থাকেন ৩৪ বলে ৪১ রানে।
আইএইচএস/
Advertisement