দেশজুড়ে

ফরিদপুরে মিক্সার প্লান্টে বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ

ফরিদপুরে মিক্সার প্লান্টে বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ

ফরিদপুরে সড়কের পিচ ঢালাইয়ের মিক্সার প্লান্ট বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। এসময় এ সময় আগুন ছড়িয়ে পড়ে প্লান্টের মালামাল পুড়ে যায়। শুক্রবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের ব্রাক্ষ্মণকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় সেখানে কর্মরত শ্রমিক আলামিন ও মোকসেদ আগুনে দগ্ধ হন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আলামিনের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাইলাডাঙ্গা গ্রামে এবং অপর আহত মোকসেদের বাড়ি একই উপজেলার বকুলনগর গ্রামে।

ফায়ারসার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের ব্রাক্ষ্মনকান্দা এলাকায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সেখানে সড়কের কাজে ব্যবহৃত মিক্সার প্লান্ট স্থাপন করে। সেখানে পাথর, পিচ ও গ্রিন ওয়েল দিয়ে মিক্সিং করে সড়কের সংস্কার কাজ করা হয়। বিকেলে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ওই প্লান্টের রোলিং বা মিক্সার মেশিনের একটি মোটর থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্রিন ওয়েলে থাকায় আগুনে ধোয়ার তীব্রতা বেড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সেখানকার মালামালও পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।

Advertisement

এনকে বি নয়ন/আরএইচ/এমএস