চাঁদপুরের মতলবে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১৭ ব্যবসাপ্রতিষ্ঠান। শুক্রবার (১১ এপ্রিল) সকালে বাবুরহাট-মতলব পেন্নাই সড়কের পাশে দোকানগুলোতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
Advertisement
তবে এর আগেই পুড়ে যায় ১৭ দোকান। আগুনে সাত থেকে আট কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। আগুনের সূত্রপাত কীভাবে তা এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এসময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়েন।
স্থানীয় জোবায়ের ও তাজুল ইসলাম জানান, সকাল সোয়া ৭টার দিকে বাজারে নবীর নামের এক হার্ডওয়ার ব্যবসায়ীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। যা দ্রুতই পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয় পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে আগেই সব পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন জানান, চাঁদপুর ও মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনে ফার্মেসি, টিনের দোকান, হার্ডওয়ার, মুদি দোকান, ফলের দোকান, স্বর্ণের দোকানসহ ১৭টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
Advertisement
শরীফুল ইসলাম/জেডএইচ/জিকেএস