দেশজুড়ে

ময়মনসিংহে গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ময়মনসিংহে গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁওয়ে গরুচোর সন্দেহে গণপিটুনিতে আহত হায়দুল আকন্দ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (১১ মে) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হায়দুল আকন্দ একই উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের অবেদ আলী আকন্দের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার পার্শ্ববর্তী বাইলনা গ্রামে বোনের বাড়ি বেড়াতে যান হায়দুল আকন্দ। কিন্তু বাড়ির কাউকে না জানিয়ে তিনি রাতে রাস্তায় ঘোরাঘুরি করছিলেন। কয়েক মাস ধরে এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ায় স্থানীয় লোকজন পাহারা দিচ্ছিলেন। মধ্যরাতে হায়দুলকে রাস্তায় দেখে চোর সন্দেহে ধাওয়া করে স্থানীয় একটি কিন্ডারগার্টেনে সামনে পিটুনি দেওয়া হয়।

Advertisement

মুমূর্ষু অবস্থায় পড়ে থাকলে খবর পেয়ে পুলিশ রোববার সকালে হায়দুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মারা যান তিনি।

নিহতের ভাতিজা ইসলাম উদ্দিন বলেন, তাকে কে বা কারা পিটিয়ে হত্যা করেছে জানা নেই। তবে যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারজানা আক্তার বলেন, হায়দুল আকন্দের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরই মধ্যে তিনি মারা যান।

গফরগাঁওয়ের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তার নামে চুরি সংক্রান্ত থানায় কোনো অভিযোগ নেই। হত্যায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/জিকেএস