খেলাধুলা

এসএ গেমস প্রস্তুতি নিয়ে ১৭ ফেডারেশনের সাথে বিওএ'র সভা

এসএ গেমস প্রস্তুতি নিয়ে ১৭ ফেডারেশনের সাথে বিওএ'র সভা

২০২৬ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি পাকিস্তানে হবে সাউথ এশিয়ান গেমস। ইসলামাবাদ, লাহোর ও ফয়সালাবাদে অনুষ্ঠিতব্য দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এই গেমসের বাকি আর ৯ মাসের মতো। ভালো ফলাফল পেতে দ্রুতই শুরু করা দরকার প্রস্তুতি।

Advertisement

কবে নাগাদ প্রস্তুতি শুরু করা যায়, কোনো ফেডারেশনের পরিকল্পনা কেমন, বাজেট কেমন হতে পারে এসব বিষয় নিয়ে বৃহস্পতিবার ১৭ ফেডারেশনের সাথে আলোচনায় বসেছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।

আগামী এসএ গেমসে ডিসিপ্লিন ২৮ টি। বাংলাদেশ অংশ নেবে ২৫টিতে। বাদ দিচ্ছে- রোইং, বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ও ট্রায়াথলন। যে ২৫ ডিসিপ্লিনে পাকিস্তানে অনুষ্ঠিতব্য এসএ গেমসে অংশ নেবে বাংলাদেশ সেইগুলোর মধ্যে ১৭ টির সাথে বসেছিল বিওএ। সবগুলোই ইনডিভিজ্যুয়াল ডিসিপ্লিন।

অ্যাথলেটিকস, আরচারি, সাঁতার, ব্যাডমিন্টন, বক্সিং, ফেন্সিং, গলফ, জুডো, কারাতে, শ্যুটিং, স্কোয়াশ, টেবিল-টেনিস, তায়কোয়ানদো, টেনিস, ভারোত্তোলন, কুস্তি ও উশু-এই ১৭ ডিসিপ্লিনের খেলার কর্মকর্তাদের সাথে এসএ গেমসের পরিকল্পনা নিয়ে সভা করেছে বিওএ।

Advertisement

এ সভায় ফেডারেশনগুলোর পক্ষ থেকে বিভিন্ন ধরণের চাহিদার কথা উঠে এসেছে। কারো অর্থ সংকট, কারো ভেন্যু সংকট, কারো বিদেশি কোচ দরকার- এমন বিষয়গুলো আলোচনায় এসেছে। বিওএ এইসব বিষয় প্রস্তাবনা আকারে দিতে বলেছে ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোকে।

আরআই/আইএইচএস/