আগামী বছর ২৩ থেকে ৩১ জানুয়ারি পাকিস্তানের তিন শহর ইসলামাবাদ, লাহোর ও ফয়সালাবাদে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান গেমস (এসএ গেমস) এর প্রস্তুতির জন্য ৯ জন স্থানীয় কোচ নিয়োগ দেবে বাংলাদেশ সাঁতার ফেডারেশন।
Advertisement
একজন প্রধান কোচ, ৬ জন পুরুষ কোচ ও ২ জন নারী কোচ নিয়োগের জন্য বাংলাদেশ সাঁতার ফেডারেশন বিজ্ঞপ্তি দিয়েছে। প্রাপ্ত আবেদন বিবেচনা করে এসএ গেমসের জন্য কোচ নিয়োগ দেবে ফেডারেশন।
বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বৃহস্পতিবার জাগো নিউজকে বলেছেন, ‘আমাদের এখন প্রধান নজর এসএ গেমসে। তাই আমরা কোচ নিয়োগ দিতে যাচ্ছি। সাঁতার ফেডারেশনের ওয়েবসাইট ও ফেসবুকপেজে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এ ছাড়া দেশে সাঁতারের কোচ যারা আছে তাদের কাছেও বিজ্ঞপ্তি পৌছানো হয়েছে। ২০ এপ্রিলের মধ্যে আসা আবেদনগুলো নিয়ে আমরা ৩-৪ দিন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবো।’
আগামী দিনের সাঁতারু তৈরির লক্ষ্যে নতুন অ্যাডহক কমিটি প্রতিভা অন্বেষণের পরিকল্পনা করেছিল। ১০মে থেকে দেশব্যাপী শুরু হবে সেই প্রতিভা অন্বেষণ কর্মসূচি। পুরো দেশকে ১৫ ভেন্যুতে ভাগ করে সেইসব জায়গায় প্রতিভা অন্বেষণ কার্যক্রম চলবে ৬ মাস ব্যাপী। নভেম্বরে প্রতিভা অন্বেষণ শেষ হলে সেখান থেকে ৬০ জনের মতো প্রতিভাবান সাঁতারু বাছাই করা হবে। বাছাই করা সাঁতারুদের নিয়ে মিরপুর সুইমিং কমপ্লেক্সে হবে দুই মাসের ট্রনিং।
Advertisement
প্রতিভা অন্বেষণের জন্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে ঢাকা, মাদারীপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, চাঁপাইনবাগঞ্জ, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, খুলনা, যশোর, বরিশাল, চট্টগ্রাম, চাঁদপুর ও সিলেট।
নতুন সাঁতারুর খোঁজ নিতে ফেডারেশন উচ্চতাকে গুরুত্ব দিচ্ছে ফেডারেশন। উচ্চতা নির্ধারণ করা হয়েছে ছেলেদের জন্য কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি ও মেয়েদের জন্য ৫ ফুট ৩ ইঞ্চি। আর বয়স ৯ থেকে ১৫ বছর।
আরআই/আইএইচএস/
Advertisement