জাতীয়

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ইআইবিতে মানববন্ধন

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ইআইবিতে মানববন্ধন

ফিলিস্তিনের গাজা ও রাফা শহরে ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে (ইআবি) মানববন্ধন করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় মহানগরীর মোহাম্মদপুরের বছিলায় ইআবি ক্যাম্পাসের সামনের সড়কে এ কর্মসূচি করা হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান, কোষাধ্যক্ষ এ এস এম মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মো. আইউব হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীসহ বিশ্ববিদ্যালয়ের সবস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপাচার্য অধ্যাপক শামছুল আলম বলেন, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েল যে হামলা ও গণহত্যা চালাচ্ছে, তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। নির্মম এ গণহত্যা ও মানবিক বিপর্যয়ের ভয়াবহতা দেখেও পশ্চিমা বিশ্বের দেশগুলো উদাসীন ও নির্বিকার।

Advertisement

ইসরায়েলি আগ্রাসী অভিযান ও গণহত্যা বন্ধের জন্য আন্তর্জাতিক মহল তথা জাতিসংঘ, পশ্চিমা বিশ্ব ওআইসি এবং আরব দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান উপাচার্য।

এএএইচ/এমএএইচ/জেআইএম