মানিকগঞ্জে বিউটি গোস্বামী (৩৮) নামের এক গৃহবধূ তার স্বামীর হাতে খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। স্ত্রীকে খুনের দায়ে গ্রেফতার অলোক রঞ্জন গোস্বামী নামের ওই ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, বাচ্চাদের সময় না দিয়ে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকায় তিনি স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ কার্টনে ভরে রাস্তার পাশে বাঁশঝাড়ের আড়ালে ফেলে দিয়ে আসেন।
Advertisement
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, শুক্রবার (৪ এপ্রিল) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকা থেকে কার্টনবন্দি অবস্থায় বিউটি গোস্বামীর মরদেহ উদ্ধার করা হয়। তার স্বামী অলোক রঞ্জন গোস্বামী রাজধানী ঢাকার উত্তরায় একটি বায়িং হাউজে চাকরি করতেন। দুই শিশুসন্তান নিয়ে সপরিবার তারা ঢাকার উত্তরায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা গ্রামে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার (৫ এপ্রিল) অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন বিউটির বাবা। পরে রোববার সকালে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকা থেকে অলোককে গ্রেফতার করে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) দুপুরে তাকে মানিকগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
Advertisement
অলোক রঞ্জন জবানবন্দিতে জানিয়েছেন, তার স্ত্রী বিউটি বেশিরভাগ সময় ফেসবুক, অনলাইন ব্যবসা ও লাইভ ভিডিও করে সময় কাটাতেন। এ কারণে দুই সন্তানকেও সময় দিতেন না। এ নিয়ে দাম্পত্য কলহের কারণে তিন বছর ধরে তারা আলাদা কক্ষে ঘুমাতেন। ২ এপ্রিল তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। ওই দিন বিউটি রান্না করতে গেলে পেছন থেকে তার মুখ ও গলা চেপে ধরেন অলোক। কিছুক্ষণ পর ছেড়ে দিলে মেঝেতে পড়ে বিউটির মাথায় প্রচুর রক্তক্ষরণ হয় এবং মারা যান।
পরে কার্টনে মরদেহ ভরে রশি দিয়ে বেঁধে রাখেন অলোক। পরদিন সন্ধ্যায় গ্রামের আত্মীয়-স্বজনদের ঈদ উপহার পৌঁছে দেওয়ার কথা বলে এক ব্যক্তির সহায়তায় একটি প্রাইভেটকার ভাড়া করেন। এরপর উত্তরার বাসা থেকে এক সহযোগীকে নিয়ে মানিকগঞ্জের এগারোশ্রী এলাকায় কার্টনবন্দি মরদেহটি একটি বাঁশঝাড়ে ফেলে দেন।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) কানিজ শারমিন তামান্না জাগো নিউজকে বলেন, আদালতের নির্দেশে অলোক রঞ্জন গোস্বামীকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আদালতে তার স্ত্রীকে খুনের বিষয়টি স্বীকার করেছেন।
মো. সজল আলী/এসআর/জেআইএম
Advertisement