জাতীয়

৮২ জন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট নিয়োগ দিলো বিমান

৮২ জন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট নিয়োগ দিলো বিমান

দেশের বিমানবন্দরগুলোতে যাত্রী সেবা নিশ্চিত করতে আরও ৮২ জন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট নিয়োগ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (১২ মে) বিমানের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় গত ৮ মে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ৮২ জন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্টদের ‘নিয়োগপত্র’ দেওয়া হয়। যদিও নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ৫৪ হাজার প্রার্থী আবেদন করেন। লিখিত পরীক্ষায় মোট ১৯৩০ প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে ৩৮০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এর মধ্যে প্রথম ধাপে ৬৯ জন এবং দ্বিতীয় ধাপে ৮২ জনকে নিয়োগপত্র দেওয়া হলো। এছাড়া ১২২ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. সাফিকুর রহমান চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, এ পেশায় যারা এসেছেন তাদের প্রধান উদ্দেশ্যই হবে সব যাত্রীর নিরাপত্তা ও সেবার দিকে নজর রাখা। এটি একটি চ্যালেঞ্জিং পেশা। যাত্রীদের প্রতি সন্তোষজনক সেবা ও বিমানের ভাবমূর্তি তথা দেশের সুনাম বজায় রাখার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে বিমানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

এমএমএ/জেএইচ/এমএস