বলা নেই কওয়া নেই, আজ ১২ মে হুট করে টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা বিরাট কোহলির। তাকে মনে করা হয় শচিন টেন্ডুলকারের যোগ্য উত্তরসূরী। তবে টেস্ট আর ওয়ানডে ফরম্যাট কোনোটাতেই শচিনকে ছাড়িয়ে যাওয়া সম্ভব হয়নি। ৫০ ওভারের ফরম্যাট আর পাঁচদিনের টেস্ট-দুটিতেই ক্রিকেট রাজা শচিন সবার ওপরে। সবচেয়ে বেশি রান এখনও শচিনের। তবে ওয়ানডেতে তার ৪৯ সেঞ্চুরির রেকর্ড টপকে কোহলি সর্বাধিক ৫১ শতকের মালিক। সেদিক থেকে দেখলে টেস্টে শচিনের তুলনায় রান ও সেঞ্চুরির রেকর্ডে বেশ পিছিয়ে কোহলি। তারপরও কোহলির অর্জন-কৃতিত্ব অনেক বড়। তিনিও বিশাল কিছুই করেছেন তার ক্যারিয়ারে। বিশ্ব ক্রিকেটের অনেক বড় তারকা কোহলি। কেউ কেউ তাকে ক্রিকেটের ‘বৃহস্পতি গ্রহ’ বলে অভিহিত করেন। এমন এক বরেণ্য, নন্দিত ও খুব উঁচুমানের উইলোবাজের টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণায় অনেকেই ব্যাথিত। অনেকেরই মনেই সানাইয়ের করুণ সুর বাজছে। তবে বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এভাবে ভাবছেন না।
Advertisement
কোহলির টেস্ট ক্রিকেটকে বিদায়ের ঘোষণা লিটন দাসের কাছে শকিং নিউজ না। আজ (সোমবার) সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘এটা (কোহলির অবসর) শকিং নিউজ না। দুঃখ পাওয়ার চেয়ে কোহলির প্রশংসা করা উচিত। কারন কোহলি নিজে থেকে অবসরের সেরা সময়টা বেছে নিতে পেরেছেন। কোন সময়টা ক্রিকেট খেলবেন, আর কোন সময়টা খেলবেন না, তা কোহলি খুব ভালোই বোঝেন। জানেন। তিনি যথেষ্ট পরিণত। তার সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া উচিত। তার সিদ্ধান্তকে আমি সম্মান জানাই।’
কোহলিকে শুধু ভারতীয় ক্রিকেটের সফল তারকা মানতে নারাজ লিটন। তার অনুভব, বিশ্ব ক্রিকেটেও কোহলির অবদান-ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
লিটন বলেন, ‘কোহলি যা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, শুধু ভারতের জন্য না। ওভারঅল টেস্ট ফরম্যাটের এগ্রেশন চেঞ্জ করেছে কিন্তু অনেকখানি। তার অ্যাটিচিউড বলেন, ক্রিকেটের নলেজ বলেন; এরকম একটা খেলোয়াড় টেস্ট ক্রিকেট খেলবে না। কিন্তু একটা সময় প্রতিটা খেলোয়াড়ের অবসরে যেতে হয়। তবে যদি আমি কখনো ভারতের সঙ্গে খেলি, অবশ্যই মিস করবো। আমি যেহেতু অনেকদিন খেলেছি (একসঙ্গে)।’
Advertisement
এমন বড় ও বিশ্ববরেণ্য ক্রিকেটারের সঙ্গে কোনো স্মৃতি আছে কিনা? জানতে চাইলে বাংলাদেশ টি-টোয়েন্টি ক্যাপ্টেন বলেন, ‘স্মৃতি বলতে প্লেয়ারদের সঙ্গে কথোপকথন হয়। তা হয়েছে বেশ কয়েকবার।’ মাঠের তার সরব ভূমিকা, হৈ চৈ করা এবং খুব বেশি কর্ম তৎপর থাকা আর আগ্রাসী মানসিকতা দেখে অনেকেই ভাবেন বিরাট কোহলি অনেক রাগী। চড়া মেজাজের। তার বুঝি আচরণগত সমস্যা আছে। কিন্তু লিটন দাসের চোখে কোহলি বাস্তবে অনেক ভদ্র। লিটন বলেন, ‘মাঠের মধ্যে অনেক সময় এগ্রেশন দেখায়। শুধু ক্রিকেটের জন্যই করে। মাঠের বাইরে অনেক ভালো একজন মানুষ। মাঠের বাইরে অনেক কথোপকথনই হয়েছে।’
এমএমআর/এমএস