জাতীয়

তরুণীকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা, দেখে ফেলায় নানা-নানিকে জখম

তরুণীকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা, দেখে ফেলায় নানা-নানিকে জখম

চট্টগ্রামে ধর্ষণে ব্যর্থ হয়ে তরুণীকে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ওই তরুণীর নানা-নানি দেখে ফেলায় তাদেরকেও কুপিয়ে আহত করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৮ নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত নাজিম উদ্দীন (২৮) পলাতক।

ওই তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আহত আবদুল হাকিম (৭৫) ও ফরিদা বেগম (৬০) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

চন্দনাইশ থানার ওসি ইমরান আল হোসাইন বুধবার দুপুরে জাগো নিউজকে বলেন, ‘ধর্ষণে ব্যর্থ হয়ে ওই তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। দেখে ফেলায় তরুণীর বৃদ্ধ নানা-নানিকে হত্যাচেষ্টা করা হয়। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তাছাড়া হত্যাচেষ্টার শিকার দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমরা অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালাচ্ছি।’

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার নানার বাড়িতে যান ওই কলেজ শিক্ষার্থী। মঙ্গলবার রাতে খালার বাড়িতে বেড়াতে যায় নাজিম। নাজিমের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া এলাকায়। ওই তরুণী সম্পর্কে নাজিমের খালাতো বোনের মেয়ে।

এমডিআইএইচ/এসএনআর/এএসএম