ক্যাম্পাস

নববর্ষের র‌্যালির জন্য তৈরি হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’

নববর্ষের র‌্যালির জন্য তৈরি হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’

নববর্ষের র‌্যালিতে প্রদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তৈরি হচ্ছে পতিত স্বৈরাচারের প্রতিকৃতি। বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে এই প্রতিকৃতি।

Advertisement

মঙ্গলবার (৮ এপ্রিল) চারুকলা অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্রতিকৃতিটি তৈরিতে ব্যস্ত থাকতে দেখা যায়।

প্রতিকৃতি তৈরির অন্যতম শিল্পী ভাস্কর্য মাহমুদুল হাসান বলেন, আমাদের এবারের নববর্ষের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এই প্রতিপাদ্য সামনে রেখে মূলত আমরা এই প্রতিকৃতি তৈরি করছি। এবারের ত্রিমাত্রিক প্রদর্শনী উপলক্ষে আমরা স্বৈরাচারের দৈত্যাকৃতির প্রতিকৃতি, লোকজ মোটিভের বাঘ এবং মাছে-ভাতে বাঙালির ইলিশ মাছের অবয়ব রেখেছি। দর্শক, শিল্পমঞ্চ আর বস্তুর সমন্বয়ে গড়ে ওঠা স্থাপনা শিল্পের এই প্রদর্শনী থাকবে নববর্ষের বর্ণাঢ্য র‌্যালিতে।

আরও পড়ুন এবারের বৈশাখ উদ্দেশ্যপ্রণোদিত বলে চারুকলার ২৬তম ব্যাচের বিবৃতি হাসিনা ছিল পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার: দুদু

তিনি বলেন, ভাষা আন্দোলন, নব্বইয়ের স্বৈরাচার পতন আন্দোলন, স্বাধিকার আন্দোলনসহ সব আন্দোলনে আমরা শিল্পীরা আমাদের কাজ দিয়ে অংশগ্রহণ করেছি। মূলত তারই ধারাবাহিকতায় এবারের আয়োজনে বিষয়টি চলে এসেছে। ১২ এপ্রিলের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে বলে জানান তিনি।

Advertisement

দৈত্যাকৃতির প্রতিকৃতির পরিকল্পনা কীভাবে এসেছে জানতে চাইলে চারুকলা অনুষদের ডিন ড. আজহারুল ইসলাম বলেন, নববর্ষ উদযাপন কমিটি, অনুষদের বর্তমান-সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরা সম্মিলিতভাবে এমন একটি প্রতিকৃতি প্রদর্শনীর সিদ্ধান্ত নিয়েছেন।

ফেরদাউস/ইএ/এএসএম