বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে দেশের অনেক জেলায় তাপমাত্রা কমায় তাপপ্রবাহের আওতাও কমেছে। গতকাল সোমবার দেশের আট জেলায় তাপপ্রবাহ বয়ে গেলেও আজ দেশের চার জেলায় তাপপ্রবাহ বইছে।
Advertisement
আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (৮ এপ্রিল) ফরিদপুর, সিরাজগঞ্জ, ফেনী ও যশোর জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।
সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবার সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন ঢাকাসহ ৯ জেলায় তাপপ্রবাহ বঙ্গোপসাগরে লঘুচাপ, পরিণত হতে পারে নিম্নচাপেআবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপে পরিণত না হলেও এর প্রভাবে বৃষ্টিপাত বাড়বে। এই বৃষ্টিপাত সারাদেশে এক থেকে দুদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
Advertisement
তিনি আরও জানান, আগামীকাল বুধবার তাপপ্রবাহ আরও প্রশমিত হতে পারে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
আরও পড়ুন দক্ষিণাঞ্চলে খরতাপে পুড়ছে রবিশস্যআজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামের রাজারহাটে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে।
আরএএস/এমকেআর/এএসএম
Advertisement