মানিকগঞ্জের সিংগাইরে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার চান্দর ইউনিয়নের চকবাড়ি-ওয়াইজনগর এলাকায় এন.এ.এম ইটভাটাটি গুড়িয়ে দেওয়া হয়।
Advertisement
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল আলম। দীর্ঘদিন ধরে ভাটাটি কৃষি জমিতে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি।
লাইসেন্স না থাকায় এবং পরিবেশের ছাড়পত্র নবায়ন না করেই দেড় বছরের বেশি সময় ধরে কার্যক্রম চালিয়ে আসছিল মালিকপক্ষ। এর পরিপ্রেক্ষিতে ভাটার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে সহায়তা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট এ কে এম সামিউল আলম কুরসি, পরিদর্শক মো. ওয়ালী আখের, র্যাব-৪ এর মানিকগঞ্জ সিপিসি-৩ ইউনিটের ডিএডি জয়দেব সাহা, সিংগাইর থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ মামুনুর রশিদ, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।
Advertisement
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল আলম বলেন, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে কৃষিজমিতে অবৈধভাবে ইটভাটা পরিচালিত হচ্ছিল। দেড় বছর ধরে পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় ভাটার কার্যক্রম বন্ধ করে চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান চলবে।
মো. সজল আলী/জেডএইচ/এএসএম