রাজনীতি

এবি পার্টির সঙ্গে সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের সভা

আগামীকাল সোমবার (৭ এপ্রিল) আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আনুষ্ঠানিক বৈঠক হবে। এদিন বিকেল ৩টায় জাতীয় সংসদের এলডি হলে এই মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে। এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক (প্রচার বিভাগ) আনোয়ার সাদাত টুটুল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

Advertisement

এতে জানানো হয়, জাতীয় ঐকমত‍্য কমিশনের সহসভাপতি ড. আলী রিয়াজসহ অন্যান্য সদস‍্যরা এ সভায় উপস্থিত থাকবেন। এবি পার্টির পক্ষ থেকে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে ১০ সদস‍্যদের প্রতিনিধিদলকে এরই মধ্যে সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, ৫টি সংস্কার কমিশনের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের মধ্যে ১০৮টি বিষয়ে একমত পোষণ করে গত ১৭ মার্চ জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের মতামত দিয়েছে এবি পার্টি। এতে ৩২টি সুপারিশের বিষয়ে দ্বিমত এবং ২৬টি বিষয়ে আংশিক একমত জানিয়ে লিখিত মতামত কমিশনের কাছে জমা দিয়েছিল তারা।

পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে এর আগে ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দল ও জোটের কাছে ‘স্প্রেড শিট’ (ছক আকারে) পাঠিয়েছিল ঐকমত্য কমিশন। আগামীকালের সভায় এবি পার্টির দ্বিমত ও আংশিক একমত প্রকাশ করা বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।

Advertisement

এএএম/এমআইএইচএস/জিকেএস