জাতীয়

আইএমইডিতে নতুন সচিব, সরানো হলো স্থানীয় সরকার সচিব নিজাম উদ্দিনকে

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এছাড়াও সিনিয়র সচিব হিসেবে অবসরে পাঠানো হয়েছে হামিদুর রহমান খানকে।

Advertisement

গত ২৫ মার্চ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খানকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। কিন্তু ২৭ মার্চ এই আদেশ বাতিল করে ৩১ মার্চ থেকে তাকে অবসরে পাঠানো হয়।

পরে তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়। সেই আদেশটি রোববার (৬ এপ্রিল) জারি করা হয়েছে। এখন তাকে আবার অবসর দিয়ে নতুন করে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।

আরএমএম/এএমএ/জেআইএম

Advertisement