দেশজুড়ে

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেলো কৃষকের

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কাদের মুন্সী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কাদের মুন্সী বড় আমখোলা গ্রামের বাসিন্দা ও মৃত নুর মোহাম্মদ মিয়ার ছেলে।

Advertisement

শনিবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামে নিহতের মরদেহ উদ্ধার করেছে স্বজন ও স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা এলাকার কৃষক সিদ্দিক ও নাসির মিয়া তাদের বোরো ধানক্ষেতে ইঁদুর নিধনের জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন। নিহত কাদের মুন্সীর ধানক্ষেত ওই ফাঁদের কাছাকাছি হওয়ায় বিকেল ৪টার দিকে তিনি নিজের জমি দেখতে গেলে আর ফিরে আসেননি। সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত ৮টার দিকে বৈদ্যুতিক ফাঁদের কাছ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে বৈদ্যুতিক ফাঁদ পাতা কৃষক সিদ্দিক ও নাসির মিয়া পলাতক রয়েছেন।

Advertisement

নিহতের ছেলে তরিকুল ইসলাম বলেন, আমার বাবা বিকেলে ধানক্ষেতে গিয়েছিলেন। অনেকক্ষণ হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত পাশের জমিতে বৈদ্যুতিক ফাঁদের কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখি।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নুরুল আহাদ অনিক/এমএন/এমএস

Advertisement