জাতীয়

থাইল্যান্ড ও মিয়ানমারের জনগণের পাশে রয়েছে বাংলাদেশ

থাইল্যান্ড ও মিয়ানমারে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও সম্পদের ক্ষতির কারণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্ঠা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

Advertisement

তিনি বলেন, এ কঠিন সময়ে থাইল্যান্ড ও মিয়ানমারের জনগণের পাশে রয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদীর বৈঠক আজ  জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই সর্বোচ্চ অগ্রাধিকার বিমসটেকের আমূল পরিবর্তনে তিনটি শূন্যের বিশ্ব গড়তে চায় বাংলাদেশ 

আজ শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলনে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই তিনি, ভয়াবহ ভূমিকম্পে যারা স্বজন হারিয়েছেন, তাদের প্রতি গভীর সহানুভূতি জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ দুই সরকারের শক্তিশালী নেতৃত্ব ও সরকারি প্রচেষ্টার মাধ্যমে এই চ্যালেঞ্জ দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement

প্রধান উপদেষ্টা এবং অন্যান্য বিমসটেক নেতারা শীর্ষ সম্মেলনের আগে মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

এমইউ/এসএনআর/জিকেএস