দেশজুড়ে

ভোলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

ভোলার চরফ্যাশনে জমি বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ভাসানচর গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে বিএনপির নেতা মো. টিপু সুলতান ও মো. আলমগীরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় সকালে তাদের মধ্যে সমঝোতার বসার কথা ছিল। কিন্তু মো. আলমগীরের পক্ষের লোকজন সময়মতো উপস্থিত না হওয়ায় দুই পক্ষের মধ্যে বিতণ্ডা হয়। এক পর্যায়ে সেটি সংঘর্ষে রূপ নেয়। ওই সময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

বিএনপি নেতা মো. টিপু সুলতান জানান, আমাদের পক্ষের লোকজন তাদের সঙ্গে সমঝোতার জন‌্য গিয়েছিল। কিন্তু আলমগীর গ্রুপ আমাদের লোকজনের ওপর সকালে ও দুপুরে দুবার হামলা চালায়। এতে তাদের ১০-১২ জন আহত হয়েছে।

অপরদিকে বিএনপির নেতা মো. আলমগীর জানান, তারা আগে আমাদের লোকজনের ওপর হামলা চালায়। তাদের ১০ জনের মত আহত হয়েছে।

Advertisement

রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন মিয়া জানান, টিপুদের সঙ্গে আলমগীর সারেংদের জমি নিয়ে অনেক দিনের বিরোধ চলমান রয়েছে। ওই বিরোধকে কেন্দ্র করে দুপক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। তবে এটি রাজনৈতিক সংঘর্ষ ছিল না। কিন্তু উভয় গ্রুপই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম

Advertisement