খেলাধুলা

এএইচএফ কাপের জন্য হকির দল চূড়ান্ত

আগামী ১৭ থেকে ২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ। এই টুর্নামেন্ট এশিয়া কাপের বাছাইপর্বও। প্রতিযোগিতার টানা চারবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে কোচ মামুন উর রশীদের নেতৃত্বে বাংলাদেশ হকি দল জাকার্তা যাবে ১৪ এপ্রিল রাতে।

Advertisement

প্রতিযোগিতার জন্য কোচ রোববার চূড়ান্ত করেছেন ১৮ জনের দল। বাকি ৬ জনকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন ওবায়দুল হোসেন ও আবেদ উদ্দিন।

৫৭ জন খেলোয়াড়কে কুপার টেস্টের মাধ্যমে গত ২০ ফেব্রুয়ারি শুরু হয়েছিল প্রস্তুতি প্রক্রিয়া। সেখান থেকে বাছাইকৃত ৪৫জন নিয়ে মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হয় আবাসিক ক্যাম্প। সেখান থেকে ৩৩ এবং পরে ২৪ জনে দল কমিয়ে আনেন কোচ। রোববার করা হলো ১৮ সদস্যের চূড়ান্ত দল।

এএইচএফ কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ। গ্রুপসঙ্গী শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও কাজাখস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ এপ্রিল কাজাখস্তানের বিপক্ষে। ২৭ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল।

Advertisement

১৮ জনের হকি দল

হুজাইফা হোসেন, রেজাউল করিম বাবু, সোহানুর রহমান সবুজ, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, আবেদ উদ্দিন, নাইম উদ্দিন, আল নাহিয়ান শুভ, রোমান সরকার, ফজলে হোসেন রাব্বি, পুস্কর ক্ষিসা মিমো (অধিনায়ক), আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন জয়, রাকিবুল হাসান, মাহবুব হোসেন, বিপ্লব কুজুর ও আবু সাঈদ নিপ্পন।

স্ট্যান্ডবাই ৬ জন

মেহরাব হোসেন, প্রিতম রায়, মেহেদী হাসান, নুরুজ্জামান নয়ন, তৈয়ব আলী ও মাইনুল ইসলাম।

Advertisement

আরআই/আইএইচএস/