ঈদের চতুর্থ দিনেও গোপালগঞ্জের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় দেখা গেছে। এসব বিনোদন কেন্দ্র ঘুরে ঈদের আনন্দ উপভোগ করছে শিশু-কিশোরসহ সব বয়সের মানুষ।
Advertisement
বিশেষ করে গোপালগঞ্জ শহরের শিশু পার্ক, উলপুর জমিদার বাড়ি, চাপাইল ব্রিজ, সাবানা পার্ক, ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি অংশ, গোপালগঞ্জ রেলস্টেশন, বলাকইড় পদ্মবিল, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও হরিদাসপুর লঞ্চঘাট এলাকায় মানুষে ভিড় বেশি।
এদিকে এ বছর বাড়তি বিনোদন দিচ্ছে শহরের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন বালুর মাঠে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলা।
শহরের ঘোষেরচর এলাকা থেকে মেলায় আসা মুনিয়া তাহমিন (২৮) বলেন, এবছর শিল্প ও বাণিজ্য মেলা ঈদে আমাদের বাড়তি আনন্দ দিচ্ছে। বাচ্চারা বিভিন্ন রাইডে উঠছে। পাশাপাশি গৃহস্থালি পণ্যসহ কাপড়ের দোকানও বসেছে।
Advertisement
এছাড়া জেলা শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গীতে সিনেমা দেখতে আসা মিন্টু শেখ (২২) বলেন, শুনেছি হলে সাকিব খানের ‘বরবাদ’ সিনেমা চলছে। আমি সাকিব খানের ফ্যান। তাই বন্ধুদের নিয়ে বরবাদ দেখতে এসেছি।
গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় গ্রামের আহম্মেদ আলি (৪২) বলেন, পরিবার নিয়ে সাবানা পার্কে গিয়ে ছিলাম। পুরো বিকেলটা সেখানে ভালো কেটেছে।
পাচুড়িয়া এলাকার বাসিন্দা আহসান হাবিব (৩২) বলেন, উলপুর জমিদার বাড়ি গিয়ে ছিলাম। এক সময় উলপুর গ্রামে জমিদারদের প্রায় ৫শ সৌন্দর্যমণ্ডিত ভবন ছিল। কালের গর্ভে অনেক ভবন হারিয়ে গেছে। জমিদারদের বংশধর মৃণাল কান্তি রায় চৌধুরী জমিদারদের মূলবাড়ি ও কালিবাড়ি সংস্কার করেছেন। ভবন, মন্দির ও পুকুরপাড় নতুনভাবে সাজানো হয়েছে।
উলপুর গ্রামের ইজিবাইক চালক আবেদ মিয়া (৪০) বলেন, ঈদের ছুটিতে প্রতিদিন হাজার হাজার মানুষ জমিদার বাড়ি আসছেন। তারা ইজিবাইকে ঘুরছেন। বখশিশ দিচ্ছেন। এতে আমাদের প্রতিদিন দুই হাজার টাকা আয় হচ্ছে।
Advertisement
জেডএইচ/জেআইএম