ভোলার মেঘনা নদীর দুর্ধর্ষ ডাকাত বাহিনীর প্রধান মো. ফোরকান ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-৮। গ্রেফতার ফোরকান ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চর কলমি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর চর মায়া গ্রামের মো. বশির আহমেদের ছেলে।
Advertisement
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ভোলার চরফ্যাশনের মাতৃ নিলয় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৮ এর ভোলা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে কমান্ডার লে. শাহরিয়ার রিফাত অভি জানান, গ্রেফতার ফোরকান ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেলসহ জেলার বিভিন্ন চরে ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশনের মাতৃ নিলয় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফোরকানের বিরুদ্ধে ভোলার বিভিন্ন থানায়সহ বিভিন্ন জেলায় ডাকাতিসহ বিভিন্ন ১৪টি মামলা রয়েছে।
জুয়েল সাহা বিকাশ/এমআরএম
Advertisement