রাজধানী পল্লবী থানাধীন কালশী ফ্লাইওভার থেকে নিচে পড়ে অজ্ঞাতপরিচয় দুই যুবক মারা গেছেন। তাদের একজনের বয়স আনুমানিক ২০ বছর, অন্যজনের ১৮ বছর।
Advertisement
শুক্রবার (৪ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে পথচারীরা দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী রকি জানান, কালশী ফ্লাইওভারের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। নিহত দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
Advertisement
কাজী আল-আমিন/এমকেআর