মিচেল মার্শ এবং এইডেন মারক্রামের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২০৪ রানের বিশাল লক্ষ্য দিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌর অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় মুম্বাই ইন্ডিয়ান্স।
Advertisement
টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ঝড় তোলে লখনৌ। ৭ ওভারে করে তারা ৭৬ রান। এর মধ্যে ৩১ বলে ৬০ রানই করেন মিচেল মার্শ। ৯টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। এইডেন মারক্রাম করেন ৫৩ রান। ৩৮ বলে ২টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মার মারেন তিনি।
দুই ওপেনার বড় রান করে আউট হলেও অন্যরা খুব বেশি বড় স্কোর করতে পারেনি। তবে যা করেছে, দ্রুত গতিতে রান তুলেছে। নিকলাস পুরান ৬ বলে করেন ১২ রান। রিশাভ পান্ত ৬ বলে করেন ২ রান। আয়ুশ বাদোনি করেন ১৯ বলে ৩০ রান। ১৪ বলে ২৭ রান করেন ডেভিড মিলার। বাদোনি ও মিলারের ঝড়ই লখনৌর রানকে নিয়ে যায় ২০০’র কাছাকাছি।
শেষের ব্যাটাররা খুব বেশি কিছু করতে না পারলেও লখনৌ সুপার জায়ান্ট ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০৩ রান। মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৩৬ রান দিয়ে নেন ৫ উইকেট।
Advertisement
আইএইচএস/