মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপের গ্রুপগুলো কয়েকদিন থেকে বেশ সক্রিয়; টুংটাং নোটিফিকেশন আসছে অনবরত। ‘কে কে আছিস এলাকায়, চল দেখা করি’ — এই ধরনের মেসেজে ভরে উঠছে চ্যাটবক্সগুলো।
Advertisement
আপনার ফোনেও কি বন্ধুদের এমন মেসেজ এসে জমা হচ্ছে? আজ, ঈদের দ্বিতীয় দিন ছুটিতে বাড়ি যাওয়া সবাই কিছুটা ফ্রি। কাল সারাদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আজ দিনটি ছেলেবেলার বন্ধুদের কাছে ফিরে যাওয়ার।
একটা বয়সের পর নিজ নিজ হোমটাউন ছেড়ে কর্মক্ষেত্রের প্রয়োজনে অন্য শহরে চলে যায় কত বন্ধু। হয়তো কয়েকজন থেকে যায় প্রাণের শহরে বা গ্রামে। ঈদের সময়টিতে দেশের বিভিন্ন জায়গা, এমনকি বিদেশ থেকেও অনেকে ছুটে আসেন আপনজনের কাছে। তাই ঈদের পরে এই দুই-তিনদিন ভিন্ন এক বন্ধুত্বের উৎসবে মেতে ওঠেন ছেলে-বুড়ো সকলে।
শৈশবের দিনগুলোকে আরেকবার ফিরে পেতে এই দিনের তুলনা হয় না। পুরানো দিনের গল্প, স্কুল-কলেজের ক্লাসের ফাঁকে করা দুষ্টুমি, শিক্ষকদের বকা, প্রথম প্রেমের স্মৃতি—সবই যেন ফিরে আসে এই পুনর্মিলনীতে। কেউ কেউ আবার বন্ধুদের সঙ্গে নিয়ে ফিরে যান সেই স্কুলে, সেই পাড়ার মোড়ে, যেখানে একসময় সারাদিন কাটিয়ে দিতেন।
Advertisement
১. স্থান নির্বাচন: প্রথমেই ঠিক করতে হবে কোথায় সবাই মিলবেন। হতে পারে কোনো রেস্তোরাঁ, পার্ক বা কারও বাড়ি। গ্রামে হলে নদীর পাড় বা মাঠও হতে পারে আদর্শ জায়গা।
২. খাবারের ব্যবস্থা: সবাই মিলে পিকনিক স্টাইলে খাওয়া-দাওয়া করতে পারেন। কেউ কেউ ঘরোয়া খাবার বানিয়ে আনতে পারেন, আবার চাইলে বাইরের খাবারও অর্ডার দেওয়া যায়।
৩. স্মৃতিচারণা: পুরানো অ্যালবাম বা স্কুলের রেজাল্ট কার্ড, ছবি নিয়ে আসতে পারেন। এগুলো দেখলে স্মৃতিগুলো আরও জীবন্ত হয়ে উঠবে।
৪. গেমস ও আড্ডা: ক্যারম, লুডু, ফুটবল বা গান-বাজনার আয়োজন করতে পারেন। আড্ডার মাঝে পুরানো গান শুনলে মজা দ্বিগুণ হবে।
Advertisement
১. অতিরিক্ত আবেগে ভেসে গিয়ে পরিবারের সঙ্গে সময় কমিয়ে দেবেন না।
২. স্বাস্থ্যবিধি মেনে চলুন, বিশেষ করে যদি কেউ অসুস্থ থাকেন।
৩. বাড়তি খরচ এড়িয়ে সহজ-সরলভাবে মিলিত হোন।
৪. মনে রাখুন. আনন্দে মেতে উঠতে গিয়ে নিজেদের নিরাপত্তার কথা যেন ভুলে না যান।
৫. বন্ধুদের মধ্যে কেউ আর্থিকভাবে কম স্বচ্ছল হতে পারেন, তাই পরিকল্পনা করার সময় সেদিকে খেয়াল রাখুন।
বন্ধুত্ব হলো জীবনের অমূল্য এক সম্পদ। এই সম্পর্কগুলোকে টিকিয়ে রাখতে নিয়মিত দেখা-সাক্ষাৎ জরুরি। ঈদের ছুটিতে এই সুযোগটা হাতছাড়া করবেন না। তাই দেরি না করে এখনই বন্ধুদের ফোন করুন, প্ল্যান তৈরি করুন এবং হারানো দিনগুলোকে ফিরে পান এক ঝলক সুখের স্মৃতিতে। বন্ধু থাকলে জীবনটা হয় রঙিন, আর পুনর্মিলনী তো সেই রঙেরই আরেক নাম!
এএমপি/এএসএম