খেলাধুলা

অবশেষে একটি টুর্নামেন্টের সেমিফাইনালে ম্যানসিটি

অবশেষে একটি টুর্নামেন্টের সেমিফাইনালে ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের সম্ভাবনা নেই। সেরা চার দলের মধ্যে থাকার লড়াই এখন সবচেয়ে বেশি ম্যানচেস্টার সিটির। ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। ইংলিশ কারাবাও কাপও জিততে পারেনি। এবারের মৌসুমে কি ম্যানচেস্টার সিটির অর্জনের খাতা পুরোই শূন্য হতে যাচ্ছে?

Advertisement

না, এখনও সম্ভাবনা টিকে আছে অন্তত একটি ট্রফি হলেও পাওয়ার। রোববার রাতে ইংলিশ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথ এএফসিকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

পিছিয়ে পড়েও জিতলো সিটিজেনরা। ভাইটালিটি স্টেডিয়ামে স্বাগতিক বোর্নমাউথই প্রথমে এগিয়ে গিয়েছিলো। ম্যাচের ২১তম মিনিটে এভানিলসন গোল করে এগিয়ে দেন বোর্নমাউথকে।

এরপর আরলিং হালান্ড এবং ওমার মারমোশের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা। দ্বিতীয়ার্ধে গোল দুটি করে ম্যানসিটি। ৪৯তম মিনিটে হালান্ড এবং ৬৩তম মিনিটে গোল করে দলকে জেতান ওমর মারমোশ।

Advertisement

অথচ, ম্যাচের ১৪তম মিনিটেই লিড পেতে পারতেন হালান্ড। কিন্তু তার শটটা ছিল দুর্বল এবং গোলরক্ষক কেপা আরিজাবালাগা সেটি ঠেকিয়ে দেন। ৭ মিনিট পরই ভালো খেলার পুরস্কার পেলো বোর্নমাউথ। ২১তম মিনিটে এভানিলসন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ২০ বছর বয়সী নিকো এ’রেলিকে মাঠে নামান গার্দিওলা। তিনিই দ্রুত হালান্ডের জন্য গোলের সুযোগ তৈরি করে দেন। ফলে ৪৯তম মিনিটে গোলটি করতে পারলেন নরওয়ের এই ফুটবলার।

এর একটু পরই ইনজুরিতে পড়েন হালান্ড। গোড়ালির ইনজুরির শিকার হলেন। ৬১তম মিনিটে তিনি মাঠ ছেড়ে যাওয়ার পর তার পরিবর্তে নামা ওমর মারমোশ ৬৩তম মিনিটে করলেন জয়সূচক গোল।

২৬ এপ্রিল সেমিফাইনালে ম্যানসিটি মুখোমুখি হবে নটিংহ্যাম ফরেস্টের।

Advertisement

আইএইচএস/