দেশজুড়ে

পটুয়াখালীতে আতশবাজি বিস্ফোরণে শিশু নিহত, আহত ২

পটুয়াখালীতে আতশবাজি বিস্ফোরণে শিশু নিহত, আহত ২

পটুয়াখালীর মুন্সেফপাড়া এলাকায় আতশবাজি বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদ রাফি (৮) নামে এক শিশু নিহত হয়েছে। একই রাতে সদর উপজেলার হকতুল্লা গ্রামে আরেকটি আতশবাজি বিস্ফোরণে দুই কিশোরের হাত ও চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

রোববার (৩০ মার্চ) রাত ৯টার দিকে মুন্সেফপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাফি পৌর নিউমার্কেট এলাকার মাছ ব্যবসায়ী মানির হাওলাদারের ছেলে। স্থানীয় একটি মাদরাসায় প্রথম শ্রেণির ছাত্র ছিল সে।

স্থানীয়রা জানান, আতশবাজি ফোটানোর সময় সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। যার একটি অংশ রাফির শ্বাসনালিতে প্রবেশ করে গুরুতর জখম করে। স্বজনরা দ্রুত তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া একই রাতে সদর উপজেলার হকতুল্লা গ্রামে আতশবাজি বিস্ফোরণের আরেকটি ঘটনায় মো. বেলাল তালুকদার (১৬) ও তার চাচাতো ভাই মো. রাব্বি (১৫) গুরুতর আহত হয়। বিস্ফোরণে তাদের হাতের তালু ও আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি বেলালের বাঁ চোখেও গুরুতর আঘাত লাগে। স্থানীয় চিকিৎসকদের প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

আহতদের ফুফা সিদ্দিকুর রহমান জানান, চিকিৎসকদের মতে, বেলালের হাতের একটি অংশ কেটে ফেলতে হতে পারে। পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিয়ে গেছেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, আতশবাজির আঘাতে এক শিশু নিহত ও দুজন আহত হওয়ার খবর পেয়েছি। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনত ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/এমএস

Advertisement