দেশজুড়ে

ফরিদপুরে ঈদের জুতা পরিবর্তন নিয়ে মারামারি, আহত ৭

ফরিদপুরে ঈদের জুতা পরিবর্তন নিয়ে মারামারি, আহত ৭

ফরিদপুর শহরতলীর কানাইপুরে ঈদের জুতা কেনার পর পরিবর্তনকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন।

Advertisement

শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শহরতলীর কানাইপুর বাজারে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে জুতা ক্রেতা, ব্যবসায়ী ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের এক ব্যক্তি কানাইপুর বাজারের রহমান সু-স্টোর থেকে শনিবার রাতে এক জোড়া জুতা কেনেন। পরে রাত সাড়ে ৮টার দিকে তিনি ওই জুতা পরিবর্তন করতে গেলে দোকানদারের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানদার ওই ক্রেতাকে মারধর করেন।

এর জের ধরে ওই ক্রেতা কিছু সময় পর তার লোকজন নিয়ে এসে দোকানদারের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। এ সময় ওই ক্রেতার লোকজন ও ব্যবসায়ীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারামারির সময় উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হন। গুরুতর আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতায়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/ইএ