সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল রোববার (৩০ মার্চ)।
Advertisement
আজ (শনিবার) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে (বাংলাদেশ সময় ৯টা ১৪ মিনিট) দেশটির সুপ্রিম কোর্টের এ সংক্রান্ত কমিটির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে মক্কা ও মদিনার নিয়মিত আপডেট দেওয়া ইনসাইড দ্য হারামাইন ফেসবুক পেজ।
মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম গাল্ফ নিউজ এবং খালিজ টাইমসও জানিয়েছে একই তথ্য।
এর আগে দেশটির জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল খুদাইরি জানিয়েছিলেন, সুদাইরের চাঁদ দেখা কেন্দ্রে আজ (শনিবার) সূর্যাস্ত ৬টা ১২ মিনিটে। এর ৮ মিনিট পরে চাঁদও অস্ত যাবে। চাঁদ দেখা যাওয়ার সময় কম বা বেশি যাই হোক, আকাশ পরিষ্কার থাকলে তা দেখা সম্ভব।
Advertisement
আরও পড়ুন: বাংলাদেশে ঈদ কি সোমবার? যা জানাচ্ছে বিদেশি সংবাদমাধ্যমগুলো
অন্যদিকে খালিজ টাইমস ও গাল্ফ নিউজ জানিয়েছে, বাংলাদেশে ঈদ হবে সোমবার।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসও জানিয়েছে, বাংলাদেশে সোমবারই ঈদুল ফিতর উদযাপিত হবে। সূত্র হিসেবে তারা এক্সে দেওয়া ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনোমি সেন্টারের পোস্টকে ব্যবহার করেছে।
এমএইচআর
Advertisement