খেলাধুলা

আরচারিতে সাধারণ সম্পাদক চপলকে সরিয়ে তানভীরকে সম্পাদক!

আরচারিতে সাধারণ সম্পাদক চপলকে সরিয়ে তানভীরকে সম্পাদক!

ক্রীড়াঙ্গন সংস্কার করতে গিয়ে রীতিমত তালগোল পাকিয়ে ফেলেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এক কথায় ভজঘট অবস্থা। সর্বশেষ উদাহরণ বাংলাদেশ আরচারি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন।

Advertisement

দুইদিন আগে জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপনে আরচারির বিদ্যমান কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছিল। সাধারণ সম্পাদক হিসেবে বহাল রাখা হয়েছিল ২৩ বছর ধরে এই দায়িত্ব পালন করা কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলকে। কয়েক ঘণ্টা অতিক্রম না হতেই সেই কমিটি বাতিল করে দুটি পরিবর্তন এনে আরেকটি কমিটি গঠন করেছে এনএসসি।

সাধারণ সম্পাদকের পদ থেকে কাজী রাজীব উদ্দিন চপলকে সরিয়ে করা হয়েছে এক নম্বর সদস্য। আগে ঘোষিত কমিটিতে এক নম্বর সদস্য হিসেবে থাকা তানভীর আহমেদকে করা হয়েছে সম্পাদক। এই পদটির নাম সাধারণ সম্পাদক হলেও তারভীর আহমেদের বেলায় উল্লেখ করা হয়েছে ‘সম্পাদক’। জাতীয় ক্রীড়া পরিষদ এই প্রজ্ঞাপন জারির পর ক্রীড়াঙ্গনে হাস্যরসের সৃষ্টি হয়েছে।

একদিন আগের কমিটিতে ছাত্র প্রতিনিধি হিসেবে ৮ নম্বর সদস্য করা হয়েছিল মো. মাজহারুল ইসলামকে। নতুন কমিটিতে তাকে বাদ দিয়ে সেখানে নেওয়া হয়েছে সৈয়দ তানভীর রায়হান নামের একজনকে। যার পরিচয় দেওয়া হয়েছে ব্যবসায়ী ও সাবেক খেলোয়াড়।

Advertisement

জাতীয় ক্রীড়া পরিষদ এর আগে তাদের ঘোষিত বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অ্যাডহক কমিটিকে কয়েকদিন পর তারাই বিতর্কিত কমিটি হিসেবে উল্লেখ করে আরেক বিতর্কের জন্ম দিয়েছিল। তারও আগে এক প্রজ্ঞাপনে দেশের সব ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতিকে অপসারণ করা হয়েছিল।

যদিও এভাবে বাফুফে ও বিসিবির সভাপতি অপসারণের সুযোগ নেই। সমালোচনা শুরু হলে তাৎক্ষণিক সেই প্রজ্ঞাপন বাতিল করে বাফুফে ও বিসিবি বাদে ৪২টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপদি অপসারণ করা হয়।

নতুন সভাপতি ঠিক না করে ঢালাওভাবে ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোকে সভাপতিশূন্য করে বিতর্কের মধ্যে পড়ে জাতীয় ক্রীড়া পরিষদ। পরবর্তীতে ফেডারেশন ও অ্যাসোসিয়শনে নতুন কমিটি গঠনের প্রস্তাবনা দিতে সভাপতি সংকটে পড়তে হয় ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটিকে। যে কারণে সার্চ কমিটি ৭ মাসে মাত্র ২৬ ফেডারেশনের নতুন কমিটি গঠনের সুপারিশ করতে পেরেছে। বেশিরভাগ প্রস্তাবনাই জমা দিয়েছে বলে সার্চ কমিটির দাবি। আর জাতীয় ক্রীড়া পরিষদের দাবি তারা প্রস্তাবনা পেলেই পাঠিয়ে দিচ্ছে মন্ত্রণালয়ে। সেখান থেকে অনুমোদন হলেই জারি করছে প্রজ্ঞাপন। তাহলে সংস্কারের ছন্দপতন কেন ও কোথায় হচ্ছে সেটাও বড় প্রশ্ন।

সার্চ কমিটির বয়স ৬ মাস অতিক্রম হওয়ার পর যখন সবাই সাঁতারের নতুন কমিটি হচ্ছে না কেন-সেই প্রশ্ন তুলছিল ঠিক তখন ২৬ জানুয়ারি এক প্রজ্ঞাপনে এনএসসি জানিয়েছিল, ‘বাংলাদেশ সুইমিং ফেডারেশনের বিদ্যমান কমিটির মাধ্যমেই দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেওয়া হলো।’ দুই দিন পরই নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ।

Advertisement

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ২১ দিন পর ২৯ আগস্ট ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করেছিল। কমিটি গঠনের পর থেকেই তীব্র সমালোচনা হয় ক্রীড়াঙ্গনে। ১ অক্টোবর ওই কমিটি বাতিল করে একজন সদস্যকে পরিবর্তন করে নতুন কমিটি গঠন করা হয়। বাফুফের নির্বাচনী অনুষ্ঠানে যোগ দেওয়ায় কমিটি থেকে মহিউদ্দিন বুলবুলকে বাদ দিয়ে বিকেএসপির মহাপরিচালকে অন্তর্ভুক্ত করা হয় সদস্য হিসেবে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এজেন্ডা সংস্কার। অন্যান্য সেক্টরের সংস্কার কার্যক্রম প্রত্যাশানুযায়ী এগিয়ে চললেও ব্যতিক্রম ক্রীড়াঙ্গন। সার্চ কমিটির ধীরে চলো নীতির কারণেই সংস্কার গতিহীন বলে মনে করেন ক্রীড়াবোদ্ধারা। জাতীয় ক্রীড়া পরিষদও সার্চ কমিটির কার্যক্রমে খুশি নয়। ৫৫টি ক্রীড়া ফেডারেশনের মধ্যে বাফুফে ও বিসিবি বাদে বাকিগুলোর নতুন কমিটির প্রস্তাবনা দেওয়ার কথা সার্চ কমিটির। ৭ মাস অতিক্রম হলেও অর্ধেক কমিটি গঠন করতে পারেনি জাতীয় ক্রীড়া পরিষদ। যে কারণে, ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের অনুকূলে অর্থ বরাদ্দ দিতে গিয়ে সমস্যায় পড়েছে দেশের ক্রীড়ার অভিভাবক প্রতিষ্ঠানটি।

ক্রীড়াঙ্গন সংস্কারে ধীরগতি হওয়ায় গত ২০ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদ সার্চ কমিটির আহবায়ক জোবায়েদুর রহমান রানাকে চিঠি দিয়ে ২০ এপ্রিলের মধ্যে বাকি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি গঠন সম্পন্ন করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রেরণের নির্দেশ দেয়। এই নির্দেশের পর আরো ৫ ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। এখন তড়িঘড়ি করতে গিয়েই হয়তো প্রজ্ঞাপনে ইস্যুতে তালগোল পাকিয়ে ফেলেছে ক্রীড়া প্রশাসন। সার্চ কমিটির হাতে সময় আর তিন সপ্তাহের মতো। ঈদের ছুটির পর সরকারী অফিস খুলবে ৬ এপ্রিল। তারপর হাতে থাকবে ১৫ দিন। এখনো কমিটি ঘোষণা বাকি ২৬ ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের।

আরআই/এমএমআর/এএসএম